খুলনার পাইকগাছায় আইপিএল ফাইনাল ক্রিকেট খেলায় টাকা দিয়ে বাজীতে জুয়া খেলার সময় ৪ জুয়াড়ীকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় নগদ টাকা ও একটি টেলিভিশনসহ জব্দ করা হয়।
শুক্রবার রাতে টেলিভিশনে আইপিএল খেলা দেখা কালে আটককৃত আসামিরা টাকা দিয়ে বাজীতে খেলা করছিল। প্রতি ওভার ও প্রতি বলে এ বাজী ধরা হয় বলে আটককৃতরা উপ পুলিশ পরিদর্শক তাকবীর হোসেনের কাছে স্বীকার করেন, বলে তিনি জানান।
কাওয়ালী-ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাবু গাজীর চায়ের দোকানে এ খেলা চলছিল। গোপনে সংবাদ পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। আটক করে উপজেলার ফতেপুর গ্রামের কেরামত গাজীর ছেলে আ. হামিদ গাজী (৪০), বাবু গাজী (২৫), রহিম সরদারের ছেলে আছাফুর রহমান (২৩) ও আকবার সরদারের ছেলে মতিয়ার সরদার (৩০) কে।
জব্দ করা হয় একটি টেলিভিশন ও নগদ ৭ হাজার ৭শ ২০ টাকা। ওসি জিয়াউর রহমান জানান, প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়া মামলায় আইনে প্রক্রিয়ায় শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :