×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে অভিযান ও জরিমানা


মোজাম্মেল আলম ভূঁইয়া | সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৩:৫৯ পিএম সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে অভিযান ও জরিমানা

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পরিবহণ আইন অমান্য করার অপরাধে ৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা বেগম সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করেন। 

এসময় হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেলে অতিরিক্ত যাত্রী পরিবহণের অপরাধে ৩ জন চালককে ১হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।


এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা বেগম সাংবাদিকদের বলেন, পরিবহণ আইন অমান্য করার কারণে রাস্তায় প্রাণহানীর মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। এব্যাপারে সবাইকে সচেতন করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
 

ফাহিম / একটিভ নিউজ