৬দিন দূর্গা পুজার বন্ধ থাকার পর গত রবিবার (১১অক্টবর হইতে ১৭অক্টবর) পর্যন্ত বন্ধ ছিল স্থলবন্দর। আবারও বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী রপ্তানি কার্যক্রম শুরু করেছে।
এ ব্যাপারে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী মিঞা রবিবার সকালে যোগাযোগ করা হলে মুটোফোনে চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী রপ্তানী কারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন এবং সাধারণ সম্পাদক বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরতি খুদা মিলন জানান, গত১১অক্টোবর হিন্দু ধর্মাবলম্বী দূর্গা পূজার ধর্মীয় উৎসব উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর, আবারও বাংলাবান্ধা চতুদের্শীয় স্থলবন্দরে কার্যক্রম চালু হয়েছে।
পূজা উপলক্ষে বাংলাবান্ধা আমদানী রপ্তানি গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সিন্ধান্তের পরিপ্রেক্ষিতে বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :