×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

নওগাঁয় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দাবী’র কৈশোর আয়োজন


কামাল উদ্দিন টগর | নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৫:২১ পিএম নওগাঁয় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দাবী’র কৈশোর আয়োজন

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কৈশোর কর্মসূচীর আওতায় গত সোমবার সন্ধ্যায় শহরের চকরামপুর মহল্লায় এই কর্মসূচীর আয়াজন করা হয়।


কর্মসূচীর প্রথম পর্বে চকরামপুর কিশোরী ক্লাব ও চকমুক্তার কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যে আবৃত্তি, দেশাত্ববোধক সংগীত, রচনা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও পুরস্কার বিতরণ করেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নওগাঁ প্রেসক্লাবের সবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন।


এ সময় কৈশোর কর্মসূচীর ফোকাল পার্সন এ এম এম আলমগীর, সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া খাতুন বেলী, প্রোগ্রাম অফিসার মোঃ তারিকুল ইসলামসহ দুই কিশোরী ক্লাবের সদস্য এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাহিম / একটিভ নিউজ