গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন নলিয়ান বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯ পিস ইয়াবা ও অল্প কিছু গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হাসানুজ্জামান মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ানের টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর সোমবার রাত ৯ টায় সুন্দরবনের কাছে নলিয়ান বেড়িবাঁধ এলাকা হতে ৪৯ পিস ইয়াবা ও অল্প কিছু গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. গোলাম রসুল। সে খুলনার দাকোপের গুনারী গ্রামের কোরবান গাজীর ছেলে।
জব্দকৃত মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ী গোলাম রসুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকাসমূহে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :