তেতুলিয়ায় মডেল থানা পুলিশের একটি দল, গত মঙ্গলবার রাতে জুয়ার একটি আসরে অভিযান চালিয়ে ২ জন জুয়াড়িকে আটক করেছে।
তেতুলিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, মডেল থানা পুলিশের উপ পরিদর্শক আমানুউল্লাহ (এসআই) নেতৃত্বে একটি দল শালবাহান ইউনিয়নে নামাগছ গ্রামে জনৈক ইউনুস মাষ্টারে বসতবাড়ির কাছে এক জুয়ার আসরে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে মোবাইল নগদ টাকা, মোটর সাইকেল, জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই ২ ব্যক্তিকে আটক করে।
তাঁদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নং ৮ প্রকাশ্য জুয়া খেলা ধারা ১৮৬৭ সালের আইনে ৩/৪ রুজূ করা হয়।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :