×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

মোংলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ


মনির হোসেন | মোংলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০২:৩৩ পিএম মোংলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। গতকাল ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পৌরশহরের মামার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোংলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাট পুলিশ সুপার একেএম আরিফুল হক (পিপিএম) এর নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে  মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এস আই বিশ্বজিৎ দাস ও এস আই অমিত বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের মামার ঘাট এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।


আটককৃতরা হলেন, উপজেলার মিঠাখালি ইউনিয়নের শাহাদাত শিকদারের ছেলে নুর আলম শিকদার (২৫) ও একই এলাকার  হাবিবুর রহমান শেখের ছেলে নুর আলী শেখ (২৮)। 

পুলিশের হাতে আটক হওয়ার পর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা কথা স্বীকার করেছে দুই মাদক কারবারি।  আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট জেলা হাজতে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে মোংলা থানা পুলিশ জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকদ্রব্য কেনা বেচার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 

ফাহিম / একটিভ নিউজ