×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ উপলক্ষে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা


ইকবাল হাসান | নেত্রকোনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১১:৫১ এএম ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ উপলক্ষে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

নেত্রকোণা জেলার আটপাড়ায় ৭টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান এর উপস্থিতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আটপাড়া  উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
    
এ সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল লতিফ শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: নাজমুল হুদা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ বিদ্রোহী ও সতন্ত্র প্রার্থীরা।   
 

ফাহিম / একটিভ নিউজ