×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

তেতুলিয়ায় আওয়ামীলীগ প্রার্থীর পথ সভা অনুষ্ঠিত


খাদেমুল ইসলাম | তেতুলিয়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১২:১২ পিএম তেতুলিয়ায় আওয়ামীলীগ প্রার্থীর পথ সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি  আওয়ামীলীগের  মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম সিদ্দিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। 


নির্বাচনী পথ সভায় রনচন্ডি হাটে বৃহস্পতিবার রাত ৮ টা সভায়  ৩ নং তেতুলিয়া সদর আওয়ামীলীগের সভাপতি মো,সাইনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো,ইয়াসিন আলী মন্ডল, সাধারন সম্পাাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাব্লু, কৃষকলীগের কেন্দ্রী সভাপতি আব্দুল লতিফ জাতীয় পার্টি সভাপতি মো,মোকলেছুর রহমান,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিঞা,তেতুলিয়া  সদর ইউনিয়নের  সাধারন সম্পাাদক সুরুজ্জামান,  প্রমুখ।


সভায় বক্তারা নৌকারপ্রার্থীর পক্ষে জনসাধারণকে ভোট দিতে বলেন। তাহলে দেশে উন্নতি হবে বলে জানান। এ পথ সভায় প্রায় দুই হাজার নেতাকর্মী ভোটার উপস্থিত ছিলো বলে জানান।

ফাহিম / একটিভ নিউজ