×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

পঞ্চগড়ে বোদা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


খাদেমুল ইসলাম | তেতুলিয়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১২:৩০ পিএম পঞ্চগড়ে বোদা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সুমন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা নামকস্থানে এই ঘটনাটি ঘটে। 

নিহত সুমন একই এলাকার সালাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হয় সুমন। এসময়ে মালেকাডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেল আরোহী সাইট দিতে গেলে সে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে লেগে গাছের সাথে ধাক্কা খায়। 

গুরুতর আহত হয়, পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।   

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 
 

ফাহিম / একটিভ নিউজ