খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্থক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নে টেংরা মারি গ্রামের একটি ছেলের সাথে বটিয়াঘাটা উপজেলার একটি অপ্রাপ্ত মেয়েকে বিয়ের প্রস্তুতি চলছিল।
এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পাইকগাছা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন ছেলের পিতাকে গ্রেফতার করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ছেলের পিতাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মেয়ের পিতাকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর নিয়ে বিয়ে বন্ধ করে দেন।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :