নেত্রকোনার আটপাড়ায় আওয়ামী লীগ দলীয় ও বারহাট্টায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকরা। হামলায় উভয় স্থানে কমপক্ষে ৯জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ও রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার সদরে পাঁচগজ মোড়ে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বানিয়াজান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ফেরদৌস রানা আনজুর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খানের সমর্থকরা। হামলাকারীরা অফিসের চেয়ার- টেবিল ভাঙচুর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিমকে পিটিয়ে আহত করে। তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আবদুল হেকিম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী নিজাম ইয়ার খানসহ ২৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে আটপাড়া থানায় অভিযোগ করেন। অন্যদিকে জেলার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কাশবন গ্রামে কাশবন উচ্চ বিদ্যালয়ের পাশে স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন সরকারের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী কাজী সাখাওয়াত হোসেনের সমর্থকরা।
এ সময় ওই অফিসে থাকা মনোরঞ্জন সরকারের কমপক্ষে ৮জন সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকরা আমাদের দলীয় প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেছে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি) মো. জাফর ইকবাল বলেন, নির্বাচনী অফিসে হামলার কথা শুনেছি। এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করতে হবে। রিটার্নিং অফিসার আমাদের কাছে পাঠালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় প্রতিপক্ষরা এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় নেতাকর্মীদের ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :