সুনামগঞ্জে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে হুমকি দিয়েছেন শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। আর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
আজ রবিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, জেলার শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান গত ২০মাস যাবত তার কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মিত তদারকি করা সম্ভব হচ্ছেনা। সে গত ২০১৮সালে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হিসেবে শাল্লায় যোগদান করে।
এরপর ২০১৯সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। এবিষয়টি জানতে পেরে শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানকে তার কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেওয়ায় সে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এঘটনার প্রেক্ষিতে গত বুধবার শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে থানায় একটি জিডি দায়ের করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এব্যাপারে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান দীর্ঘদিন যাবত তার কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এবিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েছি। কিন্তু কোন সমাধান হয়নি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নানান অনিয়ম ও কর্মস্থলে না থাকার বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
আপনার মতামত লিখুন :