×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

উপকূলীয় চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এলো কোস্টগার্ড


মনির হোসেন | মোংলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৫:৫৪ পিএম উপকূলীয় চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এলো কোস্টগার্ড

বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক রবিবার ৩১ অক্টোবর পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া এলাকায় প্রায় ৩৫০ জন গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।

রবিবার ৩১ অক্টোবর বিকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে উপকূল এবং চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। 

এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর ২০২১ তারিখ সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া এলাকায় প্রায় ৩৫০ জন গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও, উক্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং বস্ত্র বিতরণ কার্যক্রমে বিসিজি বেইস অগ্রযাত্রার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম আব্দুস সামাদ (এন) পিএসসি, বিএন, নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এছাড়াও, এ অনুষ্ঠানে পটুয়াখালী মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এর পিএইচও এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 

ফাহিম / একটিভ নিউজ