×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

শপথ নিলেন মোংলার ছয় ইউপির নবনির্বাচিত সদস্যরা


মনির হোসেন | মোংলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৬:০২ পিএম শপথ নিলেন মোংলার ছয় ইউপির নবনির্বাচিত সদস্যরা

মোংলা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন।  রবিবার  ৩১ অক্টোবর বেলা ১১টা ও দুপুর ১২ টায় দুই ধাপে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। শপথে অংশ নেন ছয়টি ইউপির ৫৩ জন সাধারণ ও ১৮ জন সংরক্ষিত নারী সদস্য।


শপথ নেওয়া ইউপি সদস্যরা হলেন, চাঁদপাই ইউনিয়নের ৮ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য। তবে এই  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলাম হত্যা মামলার আসামী হওয়ায় শপথ নিতে পারেননি। বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৯ জন সাধারণ ও তিনজন সংরক্ষিত নারী সদস্য, সোনাইলতলা ইউনিয়নের নয়জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য, মিঠাখালী  ইউনিয়নের ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য, সুন্দরবন  ইউনিয়নের ৯ জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য, ও চিলা  ইউনিয়নের নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য। 

শপথ গ্রহণের আগে নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদেরকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার দেওয়া হয়। এর আগে গত বুধবার ২৭ অক্টোবর ছয় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান জেলা প্রশাসক মো. আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস,
মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মো. নুর আলম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, গাজী আকবর হোসেন, উদয় সংকর বিশ্বাস, উৎপল কুমার মন্ডল, নারজিনা বেগম, মো. ইকরাম ইজারাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পালক পুরোহিত,  সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। 

শপথ অনুষ্ঠানে উপস্থাপনা করেন, মোংলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান।

এবার মোংলা উপজেলার ছয়টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
 

ফাহিম / একটিভ নিউজ