তেতুলিয়ায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো:ইনছান আলীর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
পথ সভায় রনচন্ডি হাটে রবিবারের রাত ৮ টা সভায় ৩ নং তেতুলিয়া সদর গরিয়াগছ গ্রামের সাবেক ফেডারেশন সভাপতি মো,মতিনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, কাঠমিস্ত্রি সাধারন সম্পাাদক খলিলুর রহমান,করাতকল মিস্ত্রি সাধারন সম্পাদক মো,আবু আশরাফ আলী,রাজমিস্ত্রি মো,সামিম হোসেন যৌথ, শ্রমিক প্রচার সম্পাদক হারুনুর রশিদ, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, রাজমিস্ত্রি আইনূল হক।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ইনসান আলী পথসভায় প্রধান অতিথি হিসেবে বলেন, গণজোয়ার ঠেকাতে আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে পদ প্রত্যাহারে জন্যে। তিনি মানুষের কল্যাণে পাগলের মত আপদে বিপদে ছুটে গিয়েছেন বলে জানান। এ সময়ে সভায় প্রায় হাজারের মত ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। সভায় বক্তাগণ বলেন, তারা নিশ্চিত জয়লাভ করবেন।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :