পাইকগাছায় ৯ নং চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার ইট উঠে অন্তত ৫০টি স্থান গর্তে পরিণত হয়েছে। প্রায় ২ কিলোমিটার ইটের সলিং করা এ রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন। সরেজমিনে জানা যায়, চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রাম ও চৌমুনী বাজারে যাওয়ার প্রায় ২ কিলোমিটার রাস্তাটি ইটের সোলিং উঠে ও নদীতে ভেঙে ৫০টি ছোট বড় গর্তে পরিণত হয়েছে। অনুপযোগী হয়ে পড়েছে চলাচলের। এতে ভ্যানসহ যানবাহনের ক্ষতি হচ্ছে। এ রাস্তাটি চৌমুহনী বাজার সহ পার্শ্ববর্তী লস্কর ইউনিয়নের প্রায় ৫টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্কাজ আলী ঢালি বলেন, চলতি বছরে মুজিব বর্ষের আবাসন ঘরের মালামাল সরবরাহে ট্রলি ও নসিমন চলার কারণে এ রাস্তার ক্ষতি হয়েছে। পরে আর সংস্কার করা হয়নি। গড়ের আবাদ গ্রামের আফজাল সরদার বলেন, স্থানীয় জনপ্রতিনিধির কোনো ভূমিকা না থাকায় রাস্তার সংস্কার হয়নি।
রাস্তা দিয়ে মালামাল বহনে নসিমন, অটো ভ্যান চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান ইউপি সদস্য নজরুল সরদার বলেন, আমি ৯ নং ওয়ার্ডে সবেমাত্র পাস করেছি। তবে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমার নির্বাচনী ওয়াদা ছিল এ রাস্তাটি করার জন্য।
চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস বলেন, নির্বাচনের সময় আমি ওই রাস্তা দিয়ে এলাকায় গিয়েছিলাম ২ কিলোমিটার পথ যেতে প্রায় আধঘণ্টা সময় লেগেছিল। তখন আমি এলাকাবাসীকে বলেছিলাম পাস করার পর রাস্তাটি আমি করে দিব। এখন বাজেট আসলেই রাস্তার কাজ শুরু করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, রাস্তাটি এত খারাপ আমার জানা ছিল না। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সংস্কারের ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :