পাইকগাছায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, রাজনীতি ক্ষমতার জন্ম দেয়, ক্ষমতা রাজনীতির জন্ম দেয় না। ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউ ভালো জায়গায় আসতে পারেনি। বাঁকা পথে না চলতে এমপি বাবু দলের প্রতিটি নেতাকর্মীদের নির্দেশ দেন।
এমপি বলেন, আমি দলের পরিচয়ে পরিচিত। দল সুসংগঠিত হলে আমরা সকলে ভালো থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাকে অব্যহত রাখতে হলে, দলকে ক্ষমতায় রাখতে গেলে, দলকে সুসংগঠিত করতে হবে। এখন অনেকে বলেন আমি আমলীগ করি। সঠিকভাবে আওয়ামীলীগও অনেকেই উচ্চারণ করতে পারেন না। এমন লোকদেরকে দলে স্থান না দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন।
আগামী ৬ নভেম্বর খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সন্মেলন উপলক্ষে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগ নেতা বিভুতি ভুষন সানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি গাজী মহাসিন রেজা, শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান, গপ্ফার খাঁ, পিযুষ কান্তি মন্ডল, জি এম বাসারুল ইসলাম, সুজন কুমার রায়, মোঃ সিরাজুল ইসলাম (ছোট), দপ্তর সম্পাদক প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, বিশ্বজিত অধিকারী, অমল রাজ মন্ডল, বিমল কৃষ্ণ গাইন, মনোজ কুমার মন্ডল, পলাশ রায়, আশুতোষ মন্ডল, পৌর কাউন্সিলর কবিতা দাশ, রফিকুল ইসলাম, অসিত কুমার মন্ডল, শেখ আফজাল হোসেন, অরবিন্দু কুমার সানা, সমারেশ বিশ্বাস, উজ্জ্বল মন্ডল, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, লতার সভাপতি গৌতম রায়, কপিলমুনির সভাপতি প্রভাষক কামাল হোসেন, গদাইপুরের সভাপতি আক্কার আলী, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।
আপনার মতামত লিখুন :