আসন্ন ইউপি নির্বাচন ৩ নং তেতুলিয়ায় উপজেলা সদর ১ নং রনচন্ডি ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেকের নির্বাচনের উঠান বৈঠক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী উঠান বৈঠক পথ সভায় শুক্রবার রনচন্ডি হাটে রাত ৮ টা সভায় ৩নং তেতুলিয়া সদর গোয়াবাড়ি রনচন্ডি মৌলবি অব:সর শিক্ষক মো,শাহাবুদ্দীন আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, আওয়ামীলীগের সদস্য দলিত লেখক মোয়াজ্জেম,তহিদুল, সাবেক সদস্য জান্নত আলী,শোয়ায়েব আলী, জসিমদ্দীন,সদস্য মো,হোসেন আলী,মো,এলাহী বকম,আব্দুলরহমান,প্রমুখ।
সভায় প্রায় হাজার খানি জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তব্যে মেম্বার প্রার্থী মালেকের জন্যে সকলের কাছে একটি করে টর্চ লাইট মার্কা ভোটের অনুরোধ জানান। বীরমুক্তিযোদ্ধা মালেক নগর নামে বীরমুক্তিযোদ্ধা মালেক নগর গুচ্ছ গ্রাম নামকরন করা হয়েছে।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :