×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

তেঁতুলিয়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত


খাদেমুল ইসলাম | তেতুলিয়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৩:৩৯ পিএম তেঁতুলিয়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  তেঁতুলিয়ায় উপজেলায়  পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার (২ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় সমিতি অধিদফতরের যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তলোন ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। 

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু। কাজী মতিউর রহমানের উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগে সভাপতি  বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াসিন আলী মন্ডল, সমবায় সমিতির সভাপতি মো হাসান আলী, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

র‌্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির ব্যক্তিবর্গ অংশ নেন।
 

ফাহিম / একটিভ নিউজ