×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়


খাদেমুল ইসলাম | তেতুলিয়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৩:০৫ পিএম সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন হ্রাস পেতে শুরু করেছে তাপমাত্রা। গত ১মাস ধরে এ জেলায় ৩০ডিগ্রি তাপমাত্রা থেকে হ্রাস পেয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে। তবে আবহাওয়া অফিস বলছে টানা ১৩দিন ধরে এ জেলার তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

রোববার (৭নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ১১টার সারাদেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানায় আবহাওয়া অফিস। তবে একই দিন বেলা ১২টার সময় ২৯দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা ১১দিন দেশের মধ্যে সর্বনিম্ন থাকার পর একদিন বিরতি থেকে গত ১৩দিন থেকে হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। রোববার (৭নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। 


গত শনিবার (৬নভেম্বর) সকালে রেকর্ড করা হয়েছিল ১৪দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস। যা একদিনের ব্যবধানে দশমিক ২ডিগ্রি বেড়ে যায়। তবে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামীতে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে এই কর্মকর্তা আরো জানান।

ফাহিম / একটিভ নিউজ