×
  • ঢাকা
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু


মোজাম্মেল আলম ভূঁইয়া | সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ১০:৪৫ এএম সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জে চা খাওয়ার ৫ টাকা বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম, আব্দুল জলিল (৩২)। সে জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের বাসিন্দা। 


আজ রবিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার (৩১ অক্টোবর) সন্ধায় জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের চায়ের দোকানদার মুরসালিন মিয়ার সাথে বাবুল মিয়া কথা কাটাকাটি হয়। তারই জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। 

এঘটনায় আব্দুল জলিলসহ উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল জলিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এমতাবস্থায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এঘটনার প্রেক্ষিতে মৃত আব্দুল জলিলের বড়ভাই আব্দুস সালাম বাদী হয়ে ২৯জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। দিরাই থানার
ওসি আজিজুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ফাহিম / একটিভ নিউজ