তালা উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদ ও মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুল ইসলামের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুরশিদ আলম, নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক মীর জাকির হোসেন, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মহাতাব উদ্দীন ও এস.এম লিয়াকত হোসেন, এইচ.এম.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এম মোবারক হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডরের আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু, তালা আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুর রাহমান প্রমুখ ।
মাগুরা ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গণেশ দেবনাথ । ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেবাশীষ মুখার্জী'র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন,জেলা পরিষদ মহিলা সদস্যা মাহফুজা সুলতানা রুবি, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক শেখ আব্দুল আলীম টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, যুগ্ন-সাধারণ সম্পাদক উত্তম সেন,মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ,মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস দুলাল চন্দ্র, কৃষকলীগের সভাপতি দেবব্রত দেবনাথ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবলু মহলদার বাবু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শেখ তৌহিবুর রহমান প্রান্ত বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :