×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন উদযাপন


জাহাঙ্গীর আকন্দ | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৫:৪৪ পিএম টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন উদযাপন

টঙ্গীতে নানা কর্মসূচী মধ্যদিয়ে প্রখ্যাত শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 


১৯৫০ সালের এ দিনে তিনি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিটে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

এ উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাষ্টার ইসলামী গ্রন্থাগার, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ শহীদ আহসান উল্লাহ মাস্টারের পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, কোরআন তেলওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
 

ফাহিম / একটিভ নিউজ