খুলনার পাইকগাছায় বাবার হস্থক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সোমবার রাতে ৯ম শ্রেণী পড়ুয়া ছাত্রী ও অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে আয়োজন করে মেয়ের মা ও চাচা বেল্লাল শিকারী।
বিষয়টি জানার পর মেয়ের বাবা সাহেব আলী শিকারী বিয়ে বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। ইউএনও তাৎক্ষনিকভাবে ঘটনা স্থলে উপজেলা আনছার ভিডিপি পরশিক্ষক আলতাপ হোসেনকে ঘটনা স্থলে পাঠান। সত্যতা প্রমানিত হওয়ায় ইউএনও'র নির্দেশে বিয়ে বন্ধ করে দেন।
উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে মুচলেকা প্রদান করেন মা,বাবা ও চাচা। যা নিয়ে মেয়ের বাবা সাথে মেয়ের মা ও চাচার মতবিরোধ দেখা যায়। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামে।
আপনার মতামত লিখুন :