১০০ মণ জেলি পুশকৃত চিংড়িসহ ৭ অবৈধ মাছ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। মঙ্গলবার ৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০ টায় খুলনার খানজাহান আলী সেতু এলাকার টোল প্লাজার কাছে তিনটি ট্রাকে অভিযান চালিয়ে জব্দ করা হয় জেলি পুশ করা বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হাসানুজ্জামান বুধবার (১০ নভেম্বর) দুপুরে এতথ্য জানান।
তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশী রপ্তানিযোগ্য বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছে জেলিসহ বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে আসছে। জনস্বাস্থ্যের জন্য হুমকি জেলি পুশকৃত চিংড়ি বিদেশে রপ্তানির কারনে দেশের সুনাম বর্হিবিশ্বে ক্ষুন্ন হচ্ছে।
এই সংঘবদ্ধ অবৈধ মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ৯ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী সেতু এলাকায় তিনটি ট্রাকে অভিযান পরিচালনা ১০০ মণ জেলি পুশকৃত চিংড়িমাছ জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকায় তাৎক্ষণিক ৭ জনকে আটক করা হলে রুপসা উপজেলার মৎস্য কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ট্রাকের ৬ ড্রাইভার ও হেল্পারকে ১ মাসের কারাদন্ড ও একজনকে সাধারন ক্ষমায় ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত পুশচিংড়ি রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং আটককৃত ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আপনার মতামত লিখুন :