×
  • ঢাকা
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড


জাহাঙ্গীর আকন্দ | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৪:৪২ পিএম টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মিলগেট নিশাতনগর লাল মসজিদ এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। 

এতে একটি হেফজখানাসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেন, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন। 

এলাকাবাসী জানায়, সকাল সোয়া ১০টার দিকে বস্তির মাহমুদা খাতুন বকুলের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হূতের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি হেফজ খানাসহ ১০টি বস্তিঘর ও তাতে রক্ষিত আসবাবপত্র পুড়ে যায়। 

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

ফাহিম / একটিভ নিউজ