×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বিজয়


খাদেমুল ইসলাম | তেতুলিয়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০১:৫৪ পিএম ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বিজয়

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাতটি ইউনিয়নে অবাধ সুষ্ঠু-নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। বাংলাবান্ধায় ব্যালট পেপার ছিনতাই, পাল্টা-ধাওয়া ও সদর ইউনিয়নের দর্জিপাড়াসহ কয়েকটি স্থানে মারধরের ২টি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়। 


রাত ১১টায় বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত দুজন, আ’লীগ বিদ্রোহী তিন ও বিএনপি সমর্থিত ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

নির্বাচিতরা হলেন, বাংলাবান্ধা ইউনিয়নে কুদরত ই খুদা মিলন। তিনি টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন।  আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে পেয়েছেন, ৬ হাজার ১শ ৭৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম মিলন (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ২ হাজার ৮শ ৩৮ ভোট। 

তিরনইহাট ইউনিয়নে বিএনপি সমর্থিত আলমগীর হোসাইন। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীক নিয়ে ৬ হাজার ২শ ২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দানিয়েল হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৫ হাজার ২শ ২১ ভোট। আলমগীর হোসাইন দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

তেঁতুলিয়া সদর ইউনিয়নে আ’লীগ মনোনীত ক্লিন ইমেজখ্যাত সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী। তিনি নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ১শ ২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা বিএনপির আহবায়ক স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন রঞ্জু মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন, ৩ হাজার ৭শ ৮৫ ভোট।

শালবাহান ইউনিয়নে আ’লীগ মনোনীত আশরাফুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৭ হাজার ৩শ ৭১ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত মতিয়ার রহমান (মাস্টার)। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন, ৩ হাজার ৩১ ভোট। 

বুড়াবুড়ি ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী তারেক হোসেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে ৩ হাজার ৩শ ১৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্ধী কামরুজ্জামান (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন, ২ হাজার ৮শ ৬৬ ভোট।

ভজনপুর ইউনিয়নে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মসলিম উদ্দীন। তিনি স্বতন্ত্র (বিএনপি) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯শ ৯৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত মকসেদ আলী (স্বতন্ত্র) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন, ২ হাজার ৭শ ভোট। মকসেদ আলী এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

দেবনগর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী ছলেমান আলী। তিনি স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ৩শ ৯০ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী চেয়ারম্যান মহসিনউল হক মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন, ৩ হাজার ৫শ ৩৮ ভোট।
 

ফাহিম / একটিভ নিউজ