×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা ও ভাংচুর: আহত ১৫


শফিক স্বপন | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৩:১৯ পিএম ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা ও ভাংচুর: আহত ১৫

ডাসার উপজেলার নবগ্রাম ইউপি নির্বাচন কে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১ টার দিকে স্থানীয় এমপি প্রচার সম্পাদক ডা. আব্দুস সোবহান গোলাপ এর কথায় মিহির হালদার ও নৃপেন বৈদ্য এর নেতৃত্বে ০৬ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার বরিশংকর অধম সহ শতাধিক মানুষ হামলা করে নবগ্রাম আওয়ামীলীগ অফিসে ভাংচুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ছবি ও সাবেক সফল যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসের এর ছবি ভাংচুর করা হয় স্থানীয় দোকানপাট ও ঘরবাড়ি লুটপাটের ঘটনা ঘটে এতে আহত হন ১৫ জন। 


এ সময় স্থানীয় জনতা বাধা দেয়ার কারনে তাদের উপর হামলা করা হয়, মহিলাদের ইজ্জতহানীর ঘটনা ঘটে, পরবর্তীতে জানা যায় অদম এর ভাই এক মহিলাকে গায়ে হাত তুলে। 

আহত মহিলা স্থানীয় সাংবাদিকদের বলেন, আমাকে সহ আমার বোনকে গায়ে হাত তুলে ও ইজ্জতহানী করে। ঘটনাস্থলে ডাসার থানা অফিসার ইনর্চাজ সহ আইন সৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে রবিশংকর বাড়ৈ অধম কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
 

ফাহিম / একটিভ নিউজ