×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

ওয়ালটন পণ্যের প্রদর্শনী ও কিস্তি মেলার উদ্বোধন


ইমদাদুল হক | খুলনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৫:৪৩ পিএম ওয়ালটন পণ্যের প্রদর্শনী ও কিস্তি মেলার উদ্বোধন

পাইকগাছায় ওয়ালটন পণ্যর প্রদর্শনী ও কিস্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা বাজারে এর উদ্বোধন করেন, লতা ইউনিয়ন চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। 


এ সময় উপস্থিত ছিলেন, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও  ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি অমলেন্দু তরফদার, আওয়ামী লীগ নেতা প্রাণ কৃষ্ণ মন্ডল, মদন মোহন  মন্ডল, সদানন্দ মন্ডল, ইউপি সদস্য পুলকেশ মন্ডল,  ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, যুবনেতা বাসার গাজী, হীরামন মন্ডল, মিজান সানা , ছাত্রনেতা আশিক সরকার, অমৃত লাল সরকার, সুকান্ত সানা।

ফাহিম / একটিভ নিউজ