গাজীপুরের টঙ্গীতে অপহরণ হওয়া নাঈমা আক্তার (৬)নামে এক মাদ্রাসার শিশুকে দুহ দিন পর উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার সকালে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে এর নেতৃত্বে সিসি টিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে।
ওই সময় অপহরণ এর সাথে জড়িত চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা ঝিনু মার্কেট এলাকার হানিফ মিয়ার মেয়ে (১) মোসাঃ খাদিজা(৩৪), একই এলাকার মৃত ক্বারী বেলাল ছেলে (২) মোঃ আমির হোসেন(৪২) ও সেলিম উদ্দিন ছেলে (৩) হাফেজ মাওলানা আঃ রহমান(২৫) এবং টাঙ্গাইল জেলার নাগরপুর থানা বিশশলীন গ্রামের মৃত আঃ বারেকের মেয়ে (৪) মোসাঃ রেবেকা(৩০)।
পুলিশ জানান, শিশু নাঈমা আক্তার গত ১৩ নভেম্বর টঙ্গী পূর্ব থানাধীন এলমুন আজিজ মাদ্রাসার আরবি পড়তে বের হয়ে আর বাসায় ফিরে না এলে শিশুটির পরিবারের লোকজন টঙ্গী পূর্ব থানা একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করেন। ডায়েরীর সূত্র ও ওই এলাকার সিসি টিভির ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায় অভিযান চালিয়ে চারজন অপহরণকারীসহ শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :