মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্দরের হাড়বাড়িয়া এলাকার ৯ নম্বর অ্যাংকরে অবস্থানরত বিদেশি জাহাজ এমভি এলিনাবি থেকে প্রায় সাড়ে ৬০০ মেট্রিক টন কয়লাবোঝাই করে কার্গো জাহাজ এমভি ফারদিন। এরপর ওই বিদেশি জাহাজ ছেড়ে প্রায় ৭০০ গজ দূরে যেতেই অপর একটি বিদেশি জাহাজের সঙ্গে কার্গোটির ধাক্কা লাগে। এসময় প্রচণ্ড শব্দ হয় এবং কার্গোটি সেখানে ডুবে যায়। কার্গোতে থাকা স্টাফদের মধ্যে একজন নিরাপত্তা কর্মী ও দুইজন স্টাফকে পাওয়া গেছে। তবে বাকিরা কোথায় কীভাবে আছেন, নাকি নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, কার্গোটির কয়লা নিয়ে ঢাকার গাবতলীতে যাওয়ার কথা ছিল। কার্গো জাহাজটি হাড়বাড়িয়ার ৮ ও ৯ নম্বর অ্যাংকোরেজের মাঝামাঝি এলাকায় ডুবেছে বলেও জানান তিনি।
বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলের কোন প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে পশুর নদীতে এবং ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে।
এদিকে কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্গো জাহাজের নিঁখোজ নাবিকদের উদ্ধারে কাজ শুরু করেছে কোস্টগার্ড।
আপনার মতামত লিখুন :