সুনামগঞ্জে খালের পানি থেকে ২ শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুরা হলো, জেলার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে সানিয়া আক্তার (৮) ও একই গ্রামের সুরুজ আলীর মেয়ে আলিমা আক্তার (৫)।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পান্ডারখালে ওই ২ শিশুকন্যার লাশ পানিতে ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করে দোহালিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের অগোচরে খেলা করতে গিয়ে বসতবাড়ি সংলগ্ন পান্ডার খালের পানিতে পড়ে যায় আলিম আক্তার। পরে তাকে বাচাঁতে গিয়ে সানিয়া আক্তার ওই খালের পানিতে ঝাপ দেয়। এঘটনায় ২ শিশুকন্যা ওই খালের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় ২জনের লাশ খালের পানিতে ভেসে উঠলে এলাকার লোকজন উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সাংবাদিকদের ২শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :