মোংলা বন্দরের হারবাড়িয়ায় বিদেশী বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গোর নিঁখোজ ৭ নাবিকের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। বাকী ৫ নাবিকের সন্ধানে কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি সোমবার ১৬ নভেম্বর বিকালে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৯ টায় মোংলা বন্দরের হারবারিয়ার ৮ ও ৯ নম্বর অ্যাঙ্করেজের মাঝে কয়লা বোঝাই এমভি ফারদিন- ১ নামের একটি কার্গো ডুবে যায়। এসময় কার্গোতে থাকা ৭ নাবিক নিঁখোজ হয়। সংবাদ পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল রাত ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৬ নভেম্বর সকালে কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস সোনার বাংলা উদ্ধার অভিযানে অংশ নিলে নিঁখোজ ৭ নাবিকের ২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার দুই নাবিক হলেন, পিরোজপুর উপজেলার ভান্ডারিয়া উপজেলার পাইটখালী গ্রামের রায়হান চৌধুরী এবং মোংলার মাকোড়ডোনের নারকেলতলা গ্রামের মোঃ রুবেল হোসেন।
নিঁখোজ ৫ নাবিক হলেন- বোট মাস্টার মহিউদ্দিন, রবিউল ইসলাম, মোঃ নুর আলম, জিহাদ ও সামছু। এদের সবার বাড়ি স্বরুপকাঠী ও মোংলা উপজেলায়।
এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে পশুর নদীতে এবং ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :