×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত


ইমদাদুল হক | খুলনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ১০:৩০ এএম পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। 


সাহিত্য আসরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন অনারারি মোহন লাল দাশ। সাহিত্য আসরে কবিতা,ছড়া,প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন,কবি মাধুরী রানী সাধু,অসিম সরকার,সুশান্ত বিশ্বাস, সমিরণ ঢালী,রোজী সিদ্দিকী,ফারজানা আক্তার ময়না,হাসনা খাতুন সুমাইয়া,অভিজিত রায় ,লিটন গাজী প্রমুখ।


সাহিত্য আসর শেষে আলোচনা সভায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করারোপ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
 

ফাহিম / একটিভ নিউজ