বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলা নৌ ঘাঁটিতে নৌবাহিনীর অফশোর পেট্রোল ভ্যাসেল "বা নৌ জা যমুনা" জাহাজ ঘুরে দেখেছেন দর্শনার্থীরা।
রবিবার ২১ নভেম্বর দুপুর ২ টা থেকে সূর্যাস্থ পর্যন্ত নৌবাহিনীর এই জাহাজটি দেখতে মোংলা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন।
প্রয়োজনীয় নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক দর্শনার্থী জাহাজের কর্মকর্তা ও নাবিকদের কাছ থেকে দেশের সার্ভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর ভূমিকা ও জাহাজের বিভিন্ন ম্যাটারিয়ালস সম্পর্কে ধারনা গ্রহণ করেন।
এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরে মোংলা নৌবাহিনীর ঘাঁটিসহ ও খুলনা নৌ অঞ্চলের অন্যান্য ঘাঁটি ও জাহাজসমূহে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
এছাড়াও মোংলায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন এবং খুলনায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন ও নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :