খুলনার পাইকগাছায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটডের মৃত্যু দাবী চেক প্রদান করা হয়েছে।
পাইকগাছা জোনাল অফিসের উদ্যোগে রবিবার সকালে জোনাল ইনচার্জ এম এ হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মৃত্যুর দাবী চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোনাল ইনচার্জ (সাবী) মাঃ শফিকুল ইসলাম, আইটি অফিসার আব্দুর রউফ, ক্যাশ ইনচার্জ মোঃ রুস্তম আলী, নাসিমা খাতুন ও বেলাল হোসেন।
উপজেলার খড়িয়া বাসাখালীরচক গ্রামের মরহুম রাশেদুজ্জামান গাজীর স্ত্রী জ্যোৎসনা খাতুনের হাতে ৩৩ হাজার ৫৯০ টাকা চেক দওয়া হয়।
আপনার মতামত লিখুন :