পাইকগাছা উপজেলা পানি কমিটির উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার টাইগার স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আব্দুর রাজ্জাক মলঙ্গী।
পলি পড়ে ভরাট হওয়া কপোতাক্ষ নদ ও শিবসা নদী খননের দাবীতে সভায় বক্তব্য রাখেন,প্রোগ্রাম অফিসার দীলিপ সানা,স,ম, রেজাউল ইসলাম,কামারুজ্জাম মোড়ল,তোকাররাম হোসেন টুকু, লাভলু,উজ্বল কবির,জিএম মিজানুর রহমান,আলাউদ্দীন সোহাগ,তৃপ্তি রজ্ঞন সেন,স্নেহেন্দু বিকাশ,কৃষ্ণ রায় ও সুকৃতি সরকার।
আপনার মতামত লিখুন :