×
  • ঢাকা
  • সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
Active News 24

টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের মাস্ক বিতরণ


জাহাঙ্গীর আকন্দ | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ১০:১৯ এএম টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের মাস্ক বিতরণ


গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করেছে ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার ২১ নভেম্বর দুপুরে নগরীর দত্তপাড়া সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের এই মাস্ক বিতরন করা হয়। 


৪৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাজাদা সেলিম লিটনের উদ্যোগে আয়োজিত এই কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন, ৪৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময়, সাংগঠনিক সম্পাদক, হায়দার খান, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হামজা ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা,হৃদয়, কাইয়ুম, সোহানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।


এসময় শাহাজাদা সেলিম লিটন বলেন, গাজীপুর ২ আসনের মাননীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশনায় ছাত্রলীগ সবসময় গঠনমূলক ও উন্নয়নমূলক কাজে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে মাস্ক বিতরন করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলমান থাকবে।
 

ফাহিম / একটিভ নিউজ