সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুরা হলো- জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের নান্টু দাসের ছেলে নিরব দাস (৫) ও জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামের কানাই দাসের ছেলে চয়ন দাস (৭)।
গতকাল সোমবার (২২ নভেম্বব) রাত অনুমান ৮টায় পুকুরের পানি থেকে ২জনকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ঘটনার দিন বিকেলে জেলার জামালগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে মায়ের সাথে শিশু চয়ন দাস তার খালার বাড়ি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের যায়। সেখানে তার খালাতো ভাই নিরব দাসকে
নিয়ে সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলার করার সময় পানিতে গিয়ে পড়ে ২জন নিখোঁজ হয়ে যায়।
অনেক খোঁজখুজির পর রাতে পুকুরের পানি থেকে ২জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :