গাজীপুরের টঙ্গীতে দলীয় কন্দোলের জের ধরে ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব (জাহাঙ্গীরপন্থি) আবুল হোসেন বি এ কে লাঞ্ছিত করেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
ভিডিও ক্লিপে দেখা যায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খানের ভাতিজা ও সাবেক ছাত্রলীগ নেতা হৃদয় খানের নেতৃত্বে টঙ্গী ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল হোসেন (বিএ) কে লাঞ্চিত করা হয়।
এসময় হামলায় অংশ নেয় আকাশ, সজীবসহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী। ভিডিওটি গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।
এবিষয়ে কথা হলে, ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের দারস্থ হয়েছি।
আপনার মতামত লিখুন :