তেঁতুলিয়ায় মহান্দা নদীতে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করত পাথর শ্রমিক দিনমুজুর মো.জাহিরুল হক, সেই শ্রমিকের পুত্র, এখন বাংলাদেশ পুলিশ বিভাগের গর্বিত পুলিশ হয়েছেন।
এঘটনায় বৃহস্পতিবার ২৫ নভেম্বর ওই গ্রামে জাংগড় পাড়া, ইসলামপুরে খুশির বন্যা বইছে। গত ২৪ নভেম্বর বুধবারে পঞ্চগড় ট্রেইনি বিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পুলিশের ফলাফল ঘোষনা করা হয়।
এতে ফলাফলে নির্বাচিত হয়েছে, পুরুষ ১০ জন,মহিলা ৩ জন, বীরমুক্তিযোদ্ধা ৫ জন,এতিম ২ জন নাম তাদের মধ্যে পুলিশ সুপার,তিরনই-হাট ইউনিয়নের জাংগড়পাড়া গ্রামের সজিবের নামটি প্রকাশ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মেধাবী এ শিক্ষার্থী সজিব রনচন্ডি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে, জেলা এম আর কলেজে পড়াশোনা করে আসছে। তার মায়ের নাম মোছা,সফুরা,তারা ভাই কোন দুইজন রয়েছে। তার বোন তামান্ন (১২) রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর একজন অধ্যয়ন শিক্ষার্থী।
চার পরিবারের সংসার, তাদের দিনমুজুরের সন্তান পুলিশের চাকরী সংবাদ প্রচারের পর এলাকায় আনন্দের বন্যা বয়তে শুরু করে। এ ব্যাপারে রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক নুর আলম মোল্লা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান। দিনমুজুর পাথর শ্রমিক জাহিরুল হক এ প্রতিবেদকের মাধ্যমে সকলের কাছে সহযোগীতাসহ দোয়া প্রার্থনা করেন।
আপনার মতামত লিখুন :