এনএটিপি প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বড়লেখা কর্তৃক আয়োজিত গাভী পালন ও মোটাতাজাকরণ সিআইজি সদস্যদের মাঝে পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ড:অমলেন্দু ঘোষ।
তিনি বলেন, দেশের আমিষের ঘাটতি পুরনের জন্য দুধ, ডিম ও মাংসের উৎপাদন এবং আমিষের চাহিদা নিশ্চিতকরণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মৎস ও প্রাণিসম্পদ বিভাগ। প্রাণিসম্পদ খাতের দ্রুত অগ্রগতির জন্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদেরকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো:রুস্তুম আলী এবং মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: আমিনুল ইসলাম,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা:রেদওয়ানুল হক রাহুল,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( কৃত্রিম প্রজনন) নিমাই চন্দ্র দাস, লিটন চন্দ্র বিশ্বাস, এল,এল এফ এ জাহেদ আহমদ,মাহমুদুর রহমান,এলএসপি রায়হান নাজির, অলিউর রহমান,আব্দুস সামাদ,খালেদ আমদ,জুবের আহমদ,সজল নাথ,মনি রানী দাস,কৃষ্ণা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১০জন সিআইজি সদস্যদের প্রত্যেককে ৮বস্তা ফিড,২বস্তা ভূষি ডিভি ভিটামিন ১কেজি, রেকল পি ১লি:,ব্রিফিং ভাতা ৩শত টাকা,একটি সাইনবোর্ড ও কৃমিনাশক টেবলেট বিতরণ করা হয়, এবং ৩জন মোটা তাজাকরণ খামারীকে জন প্রতি ১০বস্তা পশুখাদ্য, ৯০কেজি ছিটাগুড় ২কেজি ডিভি ভিটামিন, কৃমিনাশক টেবলেট, ব্রিফিং ভাতা ৩শত টাকা, খাতা কলম ও প্রদর্শনী সাইনবোর্ড বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :