গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের (৬৫) বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে অভিযুক্ত ওই শ্বশুড়কে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় তাকে।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই দিনমজুর ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণ করে আসছিল শ্বশুর। শ্বশুরের চাপের কারণে পুত্রবধূ বিষয়টি কাউকে জানায়নি। অবশেষে অত্যাচার সইতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ওই গৃহবধূ।
এ ঘটনায় ভুক্তভোগী সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে।
ঘটনার বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।
রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।