যুবলীগের প্রতিশ্রুতি, পরিচ্ছন্ন রাজনীতি" এই প্রতিপাদ্যে এবং বাংলাদেশ আওয়ামী-যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে উপজেলা আওয়ামী-যুবলীগ।
উগ্র সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের নাশকতা জঙ্গিবাদ মৌলবাদ জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোমবার বিকালে শার্শা বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের একান্ত বিশেষ সহকারী আসাদুজ্জামান আসাদ।শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য ওয়াহিদ জামানের
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি
পরিচালনা করেন শার্শা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।