রংপুরের সরকারি অফিসগুলোকে দালালমুক্ত করতে জেলা প্রশাসন মাঠে নেমেছে। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে মঙ্গলবার দুপুরে ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
সেখানে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কাগজ নিয়ে কয়েকজন লোককে কথা বলতে দেখতে পান তিনি। এ সময় সন্দেহভাজনের সাথে কথা বলে ৪-৫ জনকে আটক করার নির্দেশ দেন তিনি।
এসময় গ্রামের সাধারণ মানুষের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে দালালি কাজে নিয়োজিত থাকার কথা স্বীকার করলে নগরীর মুন্সিপাড়ার লাভলু হোসেনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট মৃধা।
অন্যদিকে বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতা সেজে যান ম্যাজিস্ট্রেট মৃধা।
সেখানে দালাল চক্রের সদস্য সাতগাড়া মিস্ত্রিপাড়ার রবিউল ইসলামকে আটক করে তাকে দুই দিনের কারাদণ্ডও প্রদান করেন তিনি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, দালাল চক্রের জন্য বিভিন্ন সরকারি দফতরে সেবাগ্রহীতাদের হয়রানি হচ্ছে। তাদের হাত থেকে সেবাগ্রহীতাদের বাঁচাতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।
আজ দুজনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে- বলেও উল্লেখ করেন তিনি।