শেরপুরের নালিতাবাড়ীতে ভাইকে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। একাজে সহযোগীতা করেছে নির্যাতিতা ওই গৃহবধূর শ্বশুর। এ ঘটনায় নির্যাতিতার শ্বশুড় মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ।
এই কাজে সহায়তা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে বুধবার (২ ডিসেম্বর) বিকেলে আটক করা হয় তাকে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের আব্দুস সালামের মেয়ের সঙ্গে নালিতাবাড়ীর বাঘবেড় এলাকার মাহবুবুর রহমানের ছেলে মাহিদুলের বিয়ে হয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) তার স্ত্রীকে ভগ্নিপতির বাড়িতে নিয়ে খালাতো ভাইয়ের হাতে তুলে দেয় মাহিদুল। এরপর তার স্ত্রীকে রাতভর ধর্ষণ ও নির্যাতন করে খালাতো ভাই আব্দুল মালেক।
বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে ধর্ষণের সহযোগী শ্বশুর মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ধর্ষক আব্দুল মালেক ও মূল হোতা স্বামী মাহিদুল ইসলাম।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও মামলার প্রস্তুতি চলছে।