বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যেসংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) সন্ধায় ওই ঘটনার ঘটে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন বুধবার বেড়পাতাইর সরকারি বিদ্যালয় মাঠে দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় শ্রমিক নেতা ইয়াকুব আলীর খাঁ, শামছুল ইসলাম, মামুন পাটোয়ারী, তরিকুল ইসলাম, সোহেল রানার নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সম্মেলন ভন্ডুল করার লক্ষ্যে সম্মেলনে আগত নেতা কর্মীদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সদস্য মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা জগলুল হুদা কাজল, ইউপি সদস্য শাহজাহান সাজু মোস্তাফিজুর রহমান মোস্তা, হুমায়ন কবীর পলাশ সহ ১০ জন আহত হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক বলেন, বহিরাগত সন্ত্রাসীরা সম্মেলন স্থলে উপস্থিত হওয়ার কারণে সম্মেলন ভন্ডুল হয়ে যায়।
এব্যাপারে কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত ক্রমে কিচক ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করার জন্য ৪ জন কে দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা দেওয়ার পূর্বেই হট্টগোল সৃষ্টি হলে সম্মেলন ভন্ডুল হয়ে যায়।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।