এবার পরকিয়া প্রেমিকার সাথে রাত্রিযাপনের সময় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিককে আটক করেছে পুলিশ।
বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এদিকে আটকের পর বের হয়ে এসেছে আসল তথ্য। আটক হওয়া ওই প্রেমিকের দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন, প্রতারণার ফাঁদে ফেলে নারীদের সর্বনাশ করে অর্থ হাতিয়ে নেওয়াই তার কাজ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অশোকসেন গ্রামের পরকিয়া প্রেমিকার বাড়িতে মঙ্গলবার রাতে রাত্রিযাপন করে বরিশালের বিমানবন্দর থানা এলাকার রহমতপুর গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে আবুল বাশার তারেক (৩৮)। ওই প্রেমিকার সঙ্গে ঘরে এক বিছনায় রাত্রিযাপন করার সময় এলাকাবাসী আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেয়।
পরে থানা পুলিশের এসআই মিজান প্রেমিক আবুল বাশার তারেককে আটক করে থানায় নিয়ে যান।
এদিকে আবুল বাশার তারেকের দ্বিতীয় স্ত্রী জানান, তারেক একাধিক বিয়ে করেছেন। প্রতারণার ফাঁদে ফেলে নারীদের সর্বনাশ করে অর্থ হাতিয়ে নেওয়াই তার কাজ।
তারেকের দ্বিতীয় স্ত্রী উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি তারেকের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেছেন।
ঘটনার বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, তারেককে ছেড়ে দেওয়া হয়েছে।
মেয়েকে (প্রেমিকাকে) বিয়ে করবে, এমন শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান মো. মাজাহারুল ইসলাম।