কিশোরগঞ্জ সদর উপজেলায় শাক পাতা তুলে দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা দক্ষিণ কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং প্রতিবন্ধী মেয়েটিকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মমিনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, বুধবার বিকেলে শাক পতা তুলে দেওয়ার কথা বলে এবং টাকার লোভ দেখিয়ে মহির উদ্দিনের ছেলে মমিন মিয়া, প্রতিবন্ধী মেয়েটিকে বাড়ির পাশের একটি মৎস্য খামারের পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন মমিন মিয়া।
এ সময় মেয়েটির চিৎকার করতে থাকলে ধর্ষক মমিন মিয়া পালিয়ে যান।
পুলিশ আরও জানান, প্রতিবন্ধী মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত মমিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।